শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বর্তমানকন্ঠ ডটকম, সংযুক্ত আরব আমিরাত : ৩১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অ্যামনেস্টির সময়সীমা শেষ হতে যাচ্ছে তাই জরুরী ভিত্তিতে বাংলাদেশ থেকে কিছু পাসপোর্ট নিয়ে আসা হয়েছে। আজ ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের পরেও পাসপোর্ট ডেলিভারি দেয়া হবে। তাই পাসপোর্ট গ্রহণের স্লিপ সহ দূতাবাসে উপস্থিত হয়ে অবৈধ অভিবাসীদের পাসপোর্ট নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ।
আমিরাতস্থ অবৈধ অভিবাসীরা ডেমু ও পুলিশ ভেরিপিকেশন সংক্রান্ত জটিলতার জন্য যারা এখনো পাসপোর্ট হাতে পাননি কিন্তু বৈধ হতে চান, তাদেরকে শনিবার ১০ -১২ টার মধ্যে দুবাই কনসুলেট ও আবুধাবী দূতাবাসে আসার বিশেষ অনুরোধ করেছেন রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।