নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : ভাষার মাস ভাষা সৈনিকদের আত্মত্যাগের মাস। ২দিন পর আমাদের মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি সাড়া জাতি শ্রদ্ধার সাথে পালিত করবে। ভাষার মাসটি বাঙালী জাতীয় জীবনে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুলত ভাষা সৈনিকদের প্রতিবাদ ও অধিকার আদায়ের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতার বীজ বুনা শুরু হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান ভাষা আন্দোলনের স্পৃর্হা থেকে স্বাধীনতার স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধুর জন্যেই আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশে আসতে পেরেছি, আজ আপনারা আমাকে সংবর্ধনা দিতে পারছেন। বাংলাদেশ আওয়মীলীগের একজন ক্ষুদ্র কর্মি হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, ক্ষুদা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মানে জাতির জনকের কন্যা, শেখ হাসিনার হাত ধরে করে যেতে চাই, মুজিব সৈনিক হিসেবে এই দোয়া কামনা করি। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন- বাংলাদেশের পূর্বাঞ্চলীয় ফেনী জেলার শ্রেষ্ঠ পদক প্রাপ্ত দাগনভুঞা উপজেলাধীন ৮নং জায়লস্কার ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন।১৮ই ফেব্রুয়ারি শনি বার রাতে রিয়াদের একটি অভিজাত হোটেল অডিটরিয়ামে রিয়াদ আওয়ামী পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর সমবেতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
রিয়াদ আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুছ (বিক্রম) ও রিয়াদ কেন্দ্রিয় যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী নুর ইসলাম রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধান অতিথি সংবর্ধিত চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, সভাপতি জসিম উদ্দিন সাঈদ, আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব, সহ-সভাপতি গাজী সাইদুর রহমান, আব্দুল গফুর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ শাহ আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ ইন্টাঃ বাংলা স্কুলের ভাইস চেয়ারম্যান কৃষিবীদ শামিম আবেদীন, আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দার আলী খান, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিঃ সৈয়দ এটিএম জিয়াউদ্দিন। রিয়াদ কেন্দ্রিয় যুবলীগরে সভাপতি ও বিপ্লবী নেতা এম এ জলিল, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মহানগর স্বোচ্ছাসেবকলীগের সা: সম্পাদক মোঃ ফারুক হোসেন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি আব্দুল আজিজ মাসুক, জায়লস্কার ইউপি চেয়ারম্যানের সফর সঙ্গী ছাত্রলীগনেতা মোঃ সোহেল, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাঃ সম্পাদ মোঃ ইয়াকুব হোসেন, ফেনী জায়লস্কার ইউপি নিবাসী আবুল কাসেম, যুবলীগের সহ সভাপতি আব্দুল আহাদ নয়ন, সাংগঠনিক সম্পাদক গিয়াস মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ ফজলু মিয়া, সমাজ কল্যান সম্পাদক আলাউদ্দিন মোল্লা, মহানগর স্বেঃ লীঃ সহ সভাপতি মোঃ শাওন মহসিন, ফযেজ উদ্দীন লাভলু, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেন, প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ হোসেন, আওয়ামী পরিষদ আল খারিজ শাখার সভাপতি ফয়েজ আহমেদ, নাসিম যুবলীগের সভাপতি আতিকুল ইসলাম খান, প্রবাসী কোম্পানীগঞ্জ যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন নাজিম, ফেনী ফোরামের সভাপতি মোঃ জহিরউদ্দিন মনির, মুক্তিযুদ্ধ প্রঃলীঃসাঃ সম্পাদক আমির হোসেন টারজানসহ আরো অনেকে।
আরো উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাঃ সম্পাদক মোঃ রইসুজ্জামান, আওয়ামী পরিষদের যুগ্ম সাঃ সম্পাদক আমিনুর রহমান, বিমানের অপারেশন কর্মকর্তা মোঃ হানিফ চৌধুরী, বাংলাদেশ ইন্টাঃ ইংলিশ স্কুলের ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ রফিক, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাঃ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাঃ সম্পাদক জুবায়ের, আওয়ামী পরিষদ নেতা-আবুল কালম, আবুল হাসেম, নাসিম যুবলীগ নেতা আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রিয়াদ আওয়ামী পরিবারের নেতাকর্মিদের উপস্থিতিতে চেয়ারম্যান মিলনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।