শেখ শফিকুর রহমান, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে পরিকল্পিত হামলার প্রতিবাদ করেছে সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগ । সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামীলীগ নেতা ও আওয়ামী পরিষদের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেদ্দা কৃষক লীগের সহসভাপতি নুর আছকির । প্রতিবাদ সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেদ্দা ফ্রেন্ডস অফ বাংলাদেশ যুগ্নসম্পাদক সাংবাদিক শেখ শফিকুর রহমান, জেদ্দা আওয়ামী পরিষদ হাই আলআদিল শাখার সভাপতি ফখর উদ্দিন ফখর, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নবীন খান, জেদ্দা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বাদশা, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোঃ মাসুদ, জাকির হোসেন, নেছার আহমেদ, মুরশিদ আলম, মুজিবুর রহনান, মারুফ হোসেন প্রমুখ ।
সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুর করায় তীব্র নিন্দা ও হামলা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানিয়েছেন সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ । বক্তারা আরো বলেন, অভিলম্বে হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানিয়ে বলেন এটি শুধু গাড়িতে হামলা নয় এটি জননেতা সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে হত্যার গভীর ষড়যন্ত্র ছিল। হামলাকারী যারাই হউক না কেন তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে ।