সেলিম আহমেদ, বর্তমানকনঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফ্রেব্রুয়ারী পালিত হয়েছে । জেদ্দা বাংলাদেশ কন্সুলেট ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে দিবসটি পালিত হয়। জেদ্দার বাংলাদেশ কন্সুলেটট প্রাঙ্গণে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানমালা। পতাকা উত্তোলন ও অর্ধনর্মিত করার পর কনসাল জেনারেল এফ, এম বোরহান উদ্দিনের নেতৃত্বে কনস্যুলেটের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান হয় ।
এ সময় তার সঙ্গে ছিলেন শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, কাউন্সেলর (হজ) মাকসুদুর রহমান, কাউন্সেলর আলতাফ হোসেনসহ কন্সুলেটের কর্তকর্তা কর্মচারী বৃন্দ । পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় । ভাষা শহীদ আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া ও মোনাজাত করা হয় ।