
মোহম্মদ আলী রাসেদ, বর্তমানকন্ঠ ডটকম, মদিনা, সৌদিআরব : সৌদি আরবের অন্যতম বানিজ্যিক রাজধানী জেদ্দা সমুদ্র সৈকত সংলগ্ন Lafontaine Obhur Resort এ হয়ে গেল সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী ডাক্তারদের ২য় ও সবচেয়ে বড় মিলন মেলা। ” BD Doctors in KSA” (Bangladeshi Doctors in the Kingdom of Saudi Arabia) কর্তৃক আয়োজিত এ মিলন মেলায় সৌদি আরবের অধিকাংশ প্রাদেশিক শহর থেকে ডাক্তাররা অংশগ্রহণ করেন।
২০১৭ সালের এই অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরান তেলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে ছিল বিভিন্ন ( ছোট ও বড়দের) খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৌদিআরবের নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসিহ্। এই সময় তিনি উদ্বোধন করেন ডাক্তারদের প্রথম ম্যাগাজিন ” মরু নক্ষত্র ” এবং BD Doctors in KSA এর নিজস্ব ওয়েব পেজ।
ডাক্তার আজাদের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন BD Doctors in KSA” এর এডমিন ডাক্তার মুসাব্বির হোসাইন এবং ডাক্তার আব্দুল্লাহ। এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার কামরুল, ডাক্তার সামিউল হক, ডাক্তার ইউসুফ ভূইঁয়া, ডাক্তার সাহাবুদ্দিন প্রমুখ।
ডাক্তার আজাদ ও ডাক্তার মুশফিকার যৌথ পরিচালনায় ও ডাক্তার কামরুলের উপস্থাপনায় মেডিকেল কলেজ ভিত্তিক পরিচিতি পর্ব ছিল চোখ জুড়ানো। তাদের উপস্থাপনা ও উপস্হিতদের করতালিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এ মিলন মেলায় এক নতুন মাত্রা যোগ করে। এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়াদ থেকে ডাক্তার মোমিন, ডাক্তার মতিন, মক্কা থেকে ডাক্তার হাদী, মদিনা থেকে ডাক্তার ইকবাল, ডাক্তার এনাম বিজু ও জিজান থেকে ডাক্তার মামুন । এই সময় ডাক্তার নাজমুল মজুমদার সোহেল ও ডাক্তার সেতুর যৌথ পরিচালনায় সব ডাক্তার ও তাদের পরিবারের বালুকাবেলা ভিডিও পরিবেশন করে। শিশুদের গল্প, কবিতা, ছড়া গান, নিত্য ও ফ্যাশন শোর মত পরিবেশনা গভীর রাতেও সবার ঘুম কেড়ে নেয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।