
বাহার উদ্দিন বকুল, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : সৌদি আরবে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের অনুষ্ঠানমালায় ছিল ক)জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন; খ) কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনার রেপ্লিকায় পুষ্পস্তবক অর্পণ; গ) আলোচনা পর্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী,পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ।
জেদ্দা-মক্কার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীগণসহ সমাজিক ব্যক্তিত্ব ও সাধারণ প্রবাসীগণ অনুষ্ঠানে যোগদান করেন। শোকের দিনে বুকে কালো বেজ এবং মাথায় শহিদ মিনার খচিত ব্যান্ড বেঁধে ভাষা দিবসের ভাবগাম্ভীর্যে স্নিয়মান ছিলেন উপস্থিত সকলে।
২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায়, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে উত্তোলন করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, ভাবগম্ভীর পরিবেশে জাতীয় সঙ্গীতের সুরমূর্চ্ছ্বনায় জাতীয় পতাকা উত্তোলন কালে কনস্যুলেট কর্মকর্তা বৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেদ্দা মক্কার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
অতঃপর রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী,এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী হুবহুব পাঠ করে শুনান, যথাক্রমে, কাউন্সিলর হজ্জ
মাকসুদুর রহমান, কাউন্সিলর শ্রম মোঃ আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, এবং কনসাল জহিরুল ইসলাম। কানসাল কে, এম, সালাহউদ্দিন এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, কনসাল জেনারেল বলেন,ভাষা শহিদদের সম্মানে আয়োজিত অনুষ্ঠান সফলকরার জন্যে তিনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক নেতৃবৃন্দকে আন্তরিক সাধুবাদ জানান।
অতঃপর ভাষা শহিদগণসহ সকল শহিদ, জাতির জনক এবং তার পরিবার ও জাতীয় নেতৃবৃন্দ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া ও মোনাজাত করা হয়।
এর পরপরই কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে কনসাল জেনারেল শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান। ক্রমান্বয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন। এ দিকে বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, বাংলা মাধ্যম এবং ইংলিশ মাধ্যম স্কুল দুইটিতেও যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত হয়েছে।