
মোহাম্মদ আলী রাশেদ, বর্তমানকন্ঠ ডটকম, মদিনা, সৌদিআরব : মদিনার বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে অমর একুশে উদযাপন করা হয়ছে। ২১ ফেব্রুয়ারী স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা প্রভাতফেরী করে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর স্কুলের ছাত্রদের সম্মিলিত কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল কাশেম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম।
প্রধান অতিথির ভাষনে ডা: আবুল কাশেম ভাষা আন্দোলনের ইতিহাস সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন ভাষার জন্য সংগ্রাম করে জীবন দেয়ার ঘটনা শুধু আমাদেরই আছে। এটা আমাদের জাতীয় গর্ব করার ইতিহাস। এটা আমাদের জাতীয় ঐতিহ্য। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস বেশি করে পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তা কাজী শাহ আলম বলেন সুদূর প্রবাসে এসেও আমরা আমাদের ভাষা শহীদদের একান্ত ভাবে স্মরণ করতে পারছি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের ভাষা আন্দোলন আজ বিশ্বে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে। সে কারনেই আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আলোচনা শেষে স্কুলের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়।