
বাহার উদ্দিন বকুল, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : খুবই আনন্দঘন পরিবেশে ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতে জেদ্দার একটি হোটেলে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বর্তমান কন্ঠ ডটকম” অনলাইন পত্রিকার চার বছর পূর্তিতে ৫ বছর পদার্পণ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে, বর্তমান কন্ঠ পাঠক ফোরাম, জেদ্দা, সৌদি আরব।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠক ফোরামের সভাপতি ও রৌদ্র বাংলার সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও লেখক আবুল বাশার বুলবুল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার। বিশেষ অতিথি গণের মধ্যে ছিলেন, মোজাম্মেল হক মোল্লা, কাজী শেফায়েত হোসেন, তাহা মিয়া, হুমায়ুন কবির, সাহাদাত হোসেন, মোঃ জামান হোসেন, মাসুদুর রহমানসহ আরোও অনেকে।
অনুষ্ঠান মালায় ছিল শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা পর্ব। বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশগ্রহণ করেন পাঠক ফোরামের নেতৃবৃন্দ। সৈয়দ আবু জাহের জালালের সাবলীল পরিচালনায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানায় “বর্তমান কন্ঠ” এর জন্মদিনে। তাঁরা রবিগত চার বছরের নিউজ প্রচারে সন্তোষ প্রকাশ করে বলেন, “বর্তমান কন্ঠ” বয়সে ছোট শিশু হলেও কর্মে যুবক। নিউজের মান বিবেচনায় “বর্তমান কন্ঠ” প্রথম সারির পত্রিকা হিসেবে গণ্য বলে তাঁরা অভিমত রাখেন। স্বদেশের পাশাপাশি প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-আনন্দ, সমস্যা-সম্ভাবনা বিষয়ে “বর্তমান কন্ঠ” গুরুত্বের সাথে তুলে ধরবে, সে আশাবাদ ও ব্যক্ত করেন বক্তাগণ।
সভাপতি আবুল বাশার বুলবুল অনুষ্ঠানে উপস্থিতি ও শুভেচ্ছা জানানোর জন্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান সফলতায় অক্লান্ত ভূমিকা রাখার জন্যে বাহার উদ্দিন বকুল এবং বর্তমান কন্ঠ পাঠক ফোরাম, ফোরাম সদস্য গণকে মোবারকবাদ দেন তিনি।