বেলাল উদ্দিন, বর্তমানকন্ঠ ডটকম, মদিনা, সৌদি আরব : দেশ বিদেশের মানুষের বিশ্বস্ত মুখপত্র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বর্তমানকন্ঠ ডটকমের ৪ বছর পূর্তিতে আলোচনা সভা করেছে বর্তমানে কন্ঠের সৌদিআরব মদিনা পাঠক ফোরাম। মদিনা বাংগালী মার্কেটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ম্যাগপাই ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ছরোয়ার কামাল।
সৌদিআরব মদিনা সাংবাদিক আতিক উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি এক্টিভিস্ট, এলএ বাংলাটাইমসের সিইও, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার প্রেস সেক্রেটারি, তরুণ সমাজসেবক আব্দুস সামাদ ।
বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় কাগুজে পত্রিকা এখন অনেকটাই মুহ্যমান। ইন্টারনেটের বদৌলতে এখন মানুষের হাতে হাতে তথ্য প্রযুক্তির বাহন স্মার্ট কিংবা আইফোন। সেসব ফোনেও অনলাইন পত্রিকা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অনলাইন পত্রিকার গুরুত্ব অপরিসীম। পত্রিকায় আজকের সংবাদ আগামীকাল প্রকাশ হয়। আর অনলাইন পত্রিকায় যখনকার ঘটনা তখনই জানা যায়। এই বাংলা অনলাইন পত্রিকা সবসময়ই সবার আগে সংবাদ প্রকাশের মধ্য দিয়ে মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এই পত্রিকা চার বছর নয় আরও ২০ বছর সগৌরবে টিকে থাকুক সেই কামনা করেন বক্তারা।
বক্তব্য রাখেন, অনলাইন অ্যাক্টিভিস্ট বিসিষ্ট সমাজ সেবক মাহফুজ, দেলোয়ার হোসেন সুমন, জাবেদ ইকবালসহ আরো অনেকে।