
বেলাল উদ্দিন রিয়াদ, বর্তমানকন্ঠ ডটকম, মদিনা, সৌদি আরব : অনলাইনে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে মদিনা মুনাওয়ারার বাংলাদেশী অনলাইন সাংবাদিক ও অনলাইনে কর্মরত লেখকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছে নতুন সংগঠন “এসোসিয়েশন অব মদিনা অনলাইন এক্টিভিস্ট”। মাইটিভি মদিনা প্রতিনিধি ও নিউজপেজ ২৪ ডট কমের সৌদিআরব ব্যুরোচীফ ফ ই ম ফরহাদকে সভাপতি, এনটিভি প্রতিনিধি ও এনটিভি অনলাইন প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদকে সাধারণ সম্পাদক এবং মিলেনিয়াম টিভি মদিনা প্রতিনিধি ও নিউজ জুন মদিনা প্রতিনিধি আতিকুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে এ সংগঠনের কার্যক্রম শুরু হয়।
মদিনার স্থানীয় একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন সংগঠনের অভিষেক হয়। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনার বিশিষ্ট ব্যবসায়ী ও ম্যাগপাই ফুডস এর চেয়ারম্যান ছরওয়ার কামাল, যুক্তরাষ্ট্রে বসবাস রত জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালেফোর্নিয়ার প্রেস সেক্রেটারি আব্দুস সামাদ ও মদিনা কমিউনিটি নেতা মোঃ মাহফুজুল আলম।
এছাড়াও এসোসিয়েশন অব মদিনা অনলাইন এক্টিভিস্ট এর আরো ৫টি পদে নির্বাচন করা হয়। পদগুলো হল সিনিয়র সহ সভাপতি হিসাবে অনলাইন নিউজ পোর্টাল প্রবাসী কাল এর সম্পাদক যাকারিয়্যা মাহমুদ, সহ সভাপতি হিসাবে একই নিউজ পোর্টালের নির্বাহি সম্পাদক শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক হিসাবে আলোকিত বার্তা অনলাইন নিউজ পোর্টালের সৌদিআরব প্রতিনিধি দেলোয়ার সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আপনকন্ঠের মদিনা প্রতিনিধি জাবেদ ইকবাল এবং বর্তমান কন্ঠের মদিনা প্রতিনিধি বেলাল হোসেন সদস্য।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের পরবর্তী কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।