নিজস্ব প্রতিবেদক,রিয়াদ,বর্তমানকণ্ঠ ডটকম: সৌদিআরবের রিয়াদ আরবাইন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্ত্যারা বলেন, দেশের বিরুদ্ধে জামাত-বিএনপি’র ষড়যন্ত্র প্রবাস থেকে রুখে দেওয়া হবে দেশের বিরুদ্ধে জামাত-বিএনপি’র যে কোনো ষড়যন্ত্র প্রবাস থেকে শক্তভাবে রুখে দেওয়া হবে মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন আব্দুল আলীম ব্যাপারী। প্রধান অতিথি ছিলেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক। প্রধান বক্তা ছিলেন হানিফউদ্দিন খসরু।
বক্তব্য রাখেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সুমন পাটোয়ারি, সহসভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ, যুগ্মসাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম, গোপালগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ শাখার সভাপতি লিটন হোসেন লিটু মোল্লা, আজিজিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ শাখার সভাপতি জামাল দারিয়া, আরবাইন শাখার সাংগঠনিক সম্পাদক ফয়সাল বেপারী, মাসুদ পারভেজ, জলিল খালাসী, নিরু হাওলাদার, যুগ্মসাধারণ সম্পাদক শাহাদতি মিয়া, জাকির হোসেন বেপারী, মো. কামাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক নাহিদ মুন্সি, সহসভাপতি মেহেদি হাসান রাজ্জাক, খোকন মিয়া, উপদেষ্টা কবির আকন্দ, কুদ্দুস দস্তার, আশিকুর রহমান আসিক ও আরো অনেকে। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন বি এম সোবহান বেপারী ও ফেরদৌস শরিফ।
বক্তারা বলেন, জামাতকে প্রবাসে প্রতিহত করার জন্য রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল সংগঠনগুলিকে সতর্কতার সঙ্গে কাজ করে যেতে হবে। তারা বলেন, দেশে সন্ত্রাসী কর্মকান্ডে অর্থ দিয়ে মদদ দেওয়া এইসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে চিহ্নিত করতে হবে।
নিরু হাওলাদার বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করার জন্য প্রবাস থেকে সকল আওয়ামী স্বেচ্ছাসেবক কর্মীদের কাজ করতে হবে। কেননা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার জন্য এখন থেকেই সবাইকে সচেতন হয়ে করতে হবে।
মো. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ মানেই বাংলাদেশের ১৬ কোটি মানুষের আত্মার অনুভূতি। এই অনুভূতি জাগ্রত রেখে দেশের উন্নয়নকে গতিশীল করার জন্য আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হবে। তা না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের বড় ধরণের ক্ষতি করবে।
অনুষ্ঠানের সভাপতি আব্দুল আলিম ব্যাপারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আরবাইন শাখার ভবিষ্যত গতিশীক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে আরবাইন শাখার সকল কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন ইসতিয়াক হোসেন তানিম। সবশেষে রিয়াদের শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।