
জালাল উদ্দিন, বর্তমানকন্ঠ ডটকম, দাম্মাম, সৌদি আরব : স্টার এজেন্ট পদক পাওয়ায় Dxn কর্মকর্তা হাবিব রহমানকে সংবর্ধনা দিয়েছে সৌদি আরব দাম্মাম বাংলাদেশী Dxn কমিউনিটি । স্টার এক্সিকিউটিভ ডায়মন্ড রোমান খন্দকারের সভাপতিত্বে স্টার এজেন্ট মাসুম আহমেদের পরিচালনায় হাবিব রহমানকে তার সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন Dxn দাম্মামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্বের মধ্যে শফিকুল ইসলাম শিপন, ডাবল ডায়মন্ড মোঃ আলী, ইউসুফ আলী, নিয়ামত উল্লাহ, ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন, ডায়মন্ড বাদল সরকার, আতিক শিকদার, খোরশেদ আলম, মনির হোসেন ও নুরে আলম, ইমরান শেখ । Dxn কর্মকর্তাবৃন্দ তাদের কোম্পানীর বিভিন্ন পণ্যের পরিচিতি ও তার ব্যবহারে উপকারের দিকগুলো তুলে ধরেন । বক্তারা অনাগত ভবিষৎ পেশাগত জীবনে হাবিব রহমানের আরো সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।