
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্র্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এম পি ও শাদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সৌদি আরব রিয়াদের জাতীয় পার্র্টির নেতৃবৃন্দু । সোমবার সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাস ভবন “বাংলাদেশ হাউস” এ সময় উপস্হিত ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসীহ । পার্র্টির কেন্দ্রীয় কমিটির সন্মানিত সদস্য ও রিয়াদ শাখার সভাপতি কামরুজ্জামান কাজলের নেতৃত্বে পার্টি নেতা সামছুল হক পাটোয়ারী ও ছাদেকুল ইসলাম শামীম, রওশন এরশাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এবং সৌদি আরবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে বিস্তারিত অবহিত করেন ।
পরে রাষ্ট্রদুত গোলাম মসীহর শ্বশুর শাহ আফনানুল সাহেবের মৃত্যু সংবাদে শোকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন ।