সৌদি আরব, বর্তমানকণ্ঠ ডটকম: সৌদি আরবের আবকিক এলাকায় একটি পুরাতন ভবনে রঙের কাজ করার সময় সেখান থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার দক্ষিণ অলিপুর গ্রামে। তার বাবার নাম রফিকুর ইসলাম।
বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে একটি বিল্ডিংয়ে রঙের কাজ করার সময় হঠাৎ তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজন রিয়াদ প্রবাসী মুজাহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে রিয়াদে বসবাস করছেন। একটি বাড়ির রঙ করার কন্ট্রাক্ট্র নিয়ে তিনি সম্প্রতি দাম্মামের আবকিকে গিয়েছিলেন।