
শেখ লিয়াকত, বর্তমানকন্ঠ ডটকম, রিয়াদ, সৌদি আরব : সৌদি আরবের রিয়াদে বাথাহ্ বাঙ্গালী মার্কেটে বৃহস্পতিবার রাত ১০টায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয় এনামুল হক ভূঁইয়া কমিউনিটি সেন্টার।
পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে বাংলাদেশ প্রবাসী কমিউনিটির বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, সাধারণ প্রবাসী ও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দূ।
বাঙ্গালী কমিউনিটির দীর্ঘ্য দিনের প্রত্যাশা পূরণে এগিয়ে এসেছেন বাঙালী ব্যবসায়ী এনামুল হক ভূঁইয়া। তিনি তৈরী করেন অত্যধুনিক সকল সুযোগ-সুবিধাসহ নিজস্ব ক্যাটারিং ব্যবস্হা।একসাথে তিনশত অতিথিদের বসার মত ব্যবস্হা রয়েছে হল রুমে। থাকছে মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্হা।
অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর উত্তোরাত্তর সাফল্য কামনা করেন।