
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, রিয়াদ, সৌদি আরব : গান, কবিতার পুঁথিগত নিয়ম কানুনের বিষয়ে নাতিদীর্ঘ বক্তব্য ও আমাদের সংস্কৃতির আদি প্রাণের ধারা অবগাহনের মধ্য দিয়ে রিয়াদের উপকণ্ঠের একটি হল রুমে সাংবাদিক অহিদুল ইসলামের পরিকল্পনায়, ইন্জিনিয়ার শিপু এবং রীমা চৌধুরী দম্পতির শিল্পশোভিত আয়োজনে বসেছিলো মূলধারার সংগীত, কবিতা আর নৃত্যের এক নন্দন অনুষ্ঠান। এতে শুদ্ধ সঙ্গিত চর্চায় হারানো, পুরনো, নজরুল, রবীন্দ্র, অতুল প্রসাদ, রজনী, রাগভিত্তিক গান পরিবেশিত হয় ।
কবি শাহজাহান চঞ্চল ও রুচিরা সুলতানা সুইটির যৌথ সঞ্চালনায় মূলধারার গান পরিবেশন করেন, অহিদুল ইসলাম, বাবুল চৌধুরী, মনিরুল ইসলাম, শাহানা চৌধুরী পপি, খুরশিদা ওয়াহিদ কাঁকন, রীমা রুবায়াৎ চৌধুরী এবং শিশু নৃত্য শিল্পী সুমাইয়া । কবিতা আবৃত্তিতে ছিলেন, শাহজাহান চঞ্চল, আবৃতিকার সেলিম, পপি চৌধুরী, রুচিরা সুলতানা, কবি শাহিনুর এবং ছোট্টমণি মীম ।
সংগীত কবিতা আর নৃত্যের সমাহারের সাথে স্মৃতিচারণ, কথোপকথন, খাবার দাবারে কমতি ছিল না বৈশখী অনুষ্ঠানটিতে ।