
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : ৩ মে বুধবার রাতে রিয়াদ বাথাস্থ আল আরাফাত সেন্টারে সৌদি আরব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ,এম আলমগীর হোসেন দেশে যাওয়ার প্রাক্কালে কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ।
এই সময় উপস্থিত ছিলেন, সৌদি আরব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিলন, সহ সভাপতি মোস্তফা কামাল, এস,এম মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ঝন্টু , মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ মজুমদার, আল খারিজ শাখার সভাপতি আব্দুর রব মিয়া, আইন বিষয়ক সম্পাদক আরিফ মজুমদার শিবলু, বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী মোঃ বেলাল হোসেন ।
রিয়াদ আজিজিয়া শাখা বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ সাকিল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাসিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আজিজিয়া শাখার পরিবহন বিষয়ক সম্পাদক অজকুরুনি, কৃষি বিষয়ক সম্পাদক মোতালেব হোসেনসহ সৌদি আরব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতা কর্মীরা সভায় উপস্থিত ছিলেন ।
সভায় সৌদি আরব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ ,এম আলমগীর হোসেন দেশে থাকাবস্থায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সৌদি আরব বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন মিলন । তাকে সর্বাত্মক সহযোগিতা ও সংগঠনের সকল কর্মকান্ড বাস্তবায়নের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এইচ,এম আলমগীর হোসেন ।