
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : এই দুর্লভ ছবি গুলো বর্তমান এবং ভবিষৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ২০মে শনিবার দুপুরে সৌদিতে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবন নিয়ে “ছবি কথা বলে” স্হায়ী স্হিরচিত্র প্রর্দশনির উদ্বোধন কালে, রাষ্ট্রদূত গোলাম মসীহ এ কথা বলেন । এসময় উপস্হিত ছিলেন, মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম, ডিফেন্স এ্যার্টাচে শাহ আলম চৌধূরী, কার্য্যলয় প্রধান মনিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর সরোয়ার আলম, সোনালী ব্যংকের এজিএম আব্দুল ওয়াহাব, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক বিজ্ঞানী ড. রেজাউল করিম, প্রদর্শনির উদ্যোক্তা, রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক, সহ-সভাপতি গিয়াস উদ্দীন আহমেদ শাহবাজ, লিটু মোল্লা, সাইফুর রহমান নিটল, শাহজাদা আরমান, ইস্তিয়াক হোসেন তানিম, আসাদ বেপারীসহ সংগঠনের নেতা কর্মী ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ।
তিনি আরো বলেন, এটি স্বেচ্ছাসেবকলীগের একটি ভালো উদ্যোগ, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আজ থেকে দূতাবাসে তা স্হায়ীভাবে প্রদর্শনির ব্যবস্হা করা হলো ।
মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম বলেন, পৃথিবীর অন্যান্য কয়েকটি দেশের বাংলাদেশ মিশনের ন্যায় সৌদি আরবস্হ বাংলাদেশ দূতাবাসেও জাতির জনকের জীবনের উল্লেখযোগ্য কর্মের ছবিগুলো স্হায়ী প্রর্দশনির ব্যবস্হা করায় সংশ্লিষ্টদের সাধুবাদ ।
উল্লেখ্য, ২১ ফ্রেরুয়ারী মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে রিয়াদ জেলা স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক দূতাবাস প্রাঙ্গনে অস্হায়ীভাবে স্হাপিত রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের “ছবি কথা বলে” প্যাভেলিয়নটি স্হায়ী রূপ পেল ।