
শেখ শফিকুর রহমান, জেদ্দা, সৌদি আরব : বিদেশের মাটিতে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বদেশের কল্যাণকর কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখছেন প্রবাসীরা। তারা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।গতকাল জেদ্দায় হাদিকা হোটেলে আয়োজিত বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদিআরব এর অভিষেক ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব বদরুদ্দিন আহমেদ কামরান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুঃসময়ে প্রবাসীরা সহযোগিতার হাত প্রসারিত করেছেন। প্রবাসীরা আমাদের আপনজন। তাদের পাঠানো অর্থে দেশের বড় ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তাই প্রবাসীরা যখন দেশের মাটিতে আসেন তখন তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। সেজন্য প্রবাসীদের কল্যাণে প্রশাসনসহ সকল সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের সভাপতি বদরুল আলম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান দিলু, ফজলুর রহমান, সেলিম আহমেদ, ইস্কান্দার আলী রুস্তমসহ জেদ্দার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
কামরান বলেন, সিলেট-১ আসনে যে দল নির্বাচিত হয়, সেই দলই সরকার গঠন করে। তাই আগামী নির্বাচনে সিলেটের ১ আসনসহ ১৯টি আসনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।
পরে নৈশভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।