
শেখ লিয়াকত, বর্তমানকন্ঠ ডটকম, রিয়াদ, সৌদি আরব : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সৌদি আরব সফরের সফলতা তুলে ধরতে রিয়াদ আওয়ামীলীগের সংবাদ সম্মেলন।”আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে” যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারী সফরে সৌদি আরবে আসেন। প্রধানমন্ত্রীর এ সফর অনেক গুরুত্ব বহন করেছে। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতও একটি ঐতিহাসিক ঘটনা।
সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে ৫৬ টি দেশের রাষ্ট্র প্রধানদের অংশগ্রহনে ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতা তুলে ধরা হয় । ২৫ মে বৃহঃবার রাতে স্হানীয় নায়াগ্রা রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দীন আহমেদ ফারুক । ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম, রিয়াদ আওয়ামীলীগের সি. সহ-সভাপতি গোলাম মহিউদ্দীন, সহ-সভাপতি জাকির হোসেন, মির্জা হেলাল উদ্দীন ফিরোজ, আবদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক কোহিনুর, ইসা উল্লাহ, প্রবাসী শিবচর আওয়ামীলীগের সভাপতি শেখ মোতাহার হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন শহিদ মাতবর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দু বলেন, এআইএ সামিটে যোগ দিয়ে শেখ হাসিনা তার বক্তৃতায় বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করাসহ যে চার দফা প্রস্তাব করেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে তা ছিল গুরুত্বপূর্ণ । তারা বলেন, শেখ হাসিনা যখনই সৌদি আরবে আসেন তখনই সালাউদ্দিন ফারুককে ডেকে নিয়ে সৌদি আরবের আওয়ামীলীগের খোঁজ খবর নেন এবং দলের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এবার ও তার ব্যতিক্রম হয়নি। একান্ত সাক্ষাত হয়েছে। প্রায় বারো মিনিটের সাক্ষাতে সৌদি আরব আওয়ামীলীগের খোঁজ খবর নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বিশেষ করে সৌদি আরবের প্রবসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুলের স্থায়ী ভবনের প্রয়োজনিতার কথা তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী ধৈর্য্য সহকারে তার কথাগুলো শোনেন এবং সমস্য সমাধানের আশ্বাস দেন।
সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রিয়াদ । সভাপতি তার বক্তৃতায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসিহসহ দূতাবাসের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।