
অহিদুল ইসলাম, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে সাধারণ মানুষসহ উদ্ধারকর্মী সেনাবাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও আত্মার মাগফেরাত কামনা করে রিয়াদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা শাখা আয়োজিত পবিত্র রমজানের ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বলেছেন, দেশ আজ উন্নয়নের নির্দিষ্ট লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন সম্পূর্ণ হলে বাংলাদেশের নাগরিকরা পৌঁছে যাবে নিজেদের নতুন ঠিকানায়। যা এর আগে কোনো সরকারের পক্ষ থেকে এ ধরনের মিশন ও ভিশন জাতির কাছে তুলে ধরা হয়নি। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে পাহাড় ধসে যাওয়া সাধারণ মানুষ ও সেনাবাহিনীর নিহত উদ্ধার কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিয়াদ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমআরএইচ ভূইয়া রফিক, কোহিনূর হাওলাদার, আব্দুর রহমান চৌধুরী, কাপ্তান হোসেন, মির্জা হেলালউদ্দিন ফিরোজ, ড. রেজাউল করিমসহ আরো অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ। সঞ্চালনায় ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম।
এ সময় রিয়াদ মহানগর আওয়ামী লীগ, জালালাবাদ এ্যাসোসিয়েশন, এনআরবি ব্যবসায়ী সমিতিসহ রিয়াদের গোপালগঞ্জ জেলা ও আরবাইন শাখা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এমআরএইচ ভূঁইয়া রফিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফল আগামীতে জাতির জন্য ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
তিনি আরোও বলেন, এমন এক দিন আসবে, উন্নয়নের সুফল ভোগ করে মানুষ তাদের পেছনের দিনগুলি স্মরণ করে আফসোস করবে- হায়! বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশের উন্নয়ন আরো অনেক আগেই পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিতো।
বঙ্গবন্ধুকন্যার দীর্ঘায়ূ কামনা করে এমআরএইচ ভূঁইয়া রফিক বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে গিয়ে সেখানকার সাধারণ মানুষ ও উদ্ধারকাজে সেনাবাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। পরম করুণাময় আল্লাহ তায়ালা তাদের সবার আত্মার মাগফেরাত করুন।
ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম বলেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের পিছনের সকল পাপ ধুয়েমুছে দেওয়ার এটা পরম সুযোগের মাস। এক মাস রোজা রেখে ইবাদত-বন্দেগি করলে ঈদের দিন মুসলমানরা ছোট্ট শিশুর মতো পবিত্র হয়ে যায়।
তিনি সবাইকে পবিত্র রোজার কল্যাণ পাওয়ার জন্য রোজা ও ইবাদ-বন্দেগীতে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এনআরবি ব্যাবসায়ী সমিতির সভাপতি কাপ্তান হোসেন বলেন, রমজানের রোজার শেষ দশ দিন রোজাদারদের জন্য নাজাত প্রাপ্তির। আমরা সবাই যেন অন্তত এই দশ দিন কঠিন ইবাদত-বন্দেগিতে মশগুল থেকে মহান আল্লাহ তায়ালার নাজাত পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি।
অনুষ্ঠানের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ শাহবাজ বলেন, আমাদের জাতীয় জীবনে জননেত্রী শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মের কাছে দেশ-উন্নয়নে এক মহান আদর্শ হয়ে থাকবেন। জননেত্রীর পথ ধরেই দেশের আপামর জনতা দেশের কল্যাণে কাজ করে বিশ্বমানচিত্রে বাংলাদেশের ভাবমূর্তি অব্যাহতভাবে উজ্জ্ব রাখবে।
তিনি ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।