
শেখ শফিকুর রহমান, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা,সৌদি আরব : সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যবাহী সংগঠন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকার নির্বাচিত। জেদ্দার হলিডে ইন হোটেলের বলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্প মন্ত্রী আলহাজ্ব মোঃ আমির হোসেন আমু এমপি।
ফ্রেন্ডস অব বাংলাদেশ বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারুল আশরাফ খান এমপি, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও জেদ্দা কলসাল জেনারেল এ এফ বোরহান উদ্দিন। মোঃ দেলোয়ার হোসেন সরকারের পরিচালনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেদ্দা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী আমিন আহমদ, জেদ্দা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান শামীম, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু, জেদ্দা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফরায়েজী, জেদ্দা আওয়ামী পরিষদের সভাপতি কাজী নওফেল, জেদ্দা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাহাবুদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকারের নাম ঘোষণা করেন।
পরে উপস্থিত সবাই রমজানের পবিত্র ইফতারে অংশ গ্রহণ করেন।