
প্রকৌশলী জালাল উদ্দিন, বর্তমানকন্ঠ, দাম্মাম, সৌদি আরব : ফরিদপুরের কৃতি সন্তান, বিএনপির সাবেক সংসদ সদস্য, শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফরের সাথে মতবিনিময় করেন দাম্মাম কেন্দ্রীয় বিএনপির নেতুবুন্দু । দাম্মাম প্রদেশ কেন্দ্রীয় বিএনপির সভাপতি আমিনুল ইসলামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন দাম্মাম কেন্দ্রীয়, মহানগর ও আল খোবার জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ । এতে উপস্থিত ছিলেন দাম্মাম পুর্বাঞ্চল বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন, সিনিয়র সহ সভাপতি শওকত কামাল, উপদেষ্টা আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, সহ সভাপতি শামসুল ইসলাম বাবুল, দাম্মাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী জালাল উদ্দিন, দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সাগর, দাম্মাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন, দাম্মাম কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শরিফ মাহমুদ দুর্জয়, আল খোবার জেলা বিএনপির সভাপতি কাসেম মাহমুদ, সিনিয়র সহ সভাপতি সামসুউদ্দিন মিটু, সাবেক সভাপতি জহিরুল ইসলাম মজুমদার, সাধারন সম্পাদক নুর সাফা টিপু, সাবেক সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জমান বাদল, মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেনসহ দাম্মাম ও খোবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৌদি আরব সফররত বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ আবু জাফর সৌদি প্রবাসীদের বিভিন্ন সমস্যা আন্তরিকতার সহিত শুনে, তা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন । দাম্মাম প্রবাসী নেতৃবৃন্দ পূর্বাঞ্চল প্রদেশের প্রায় ৭ লক্ষ বাংলাদেশীদের জন্য দাম্মামে একটি কনস্যুাল জেনারেল অফিস স্থাপনের জোর দাবি জানান । এ ছাড়া সৌদি আরবে যেহেতু ট্রেড ইউনিট করার বৈধ অনুমতি নেই তাই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি প্রবাসী শ্রমিকের আইন কানুন সম্পর্কে সচেনতামূলক প্রশিক্ষণ দেওয়া যায় কিনা ভেবে দেখতে অনুরোধ জানান । এ ছাড়া প্রবাসীরা যেহেতু অর্থনৈতিকযোদ্ধা, যাদের শ্রমে ঘামে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে তাদের ভোটাধিকার, বিমানবন্দরে হয়রানি বন্ধ, সংসদে আসন সংরক্ষণ, দ্রুত লাশ দেশে পৌছানো, তাদের দক্ষতা দেশে কাজে লাগানোসহ তাদের সন্তানকে দেশে সরকারি চাকুরী ও স্কুল কলেজে বিশেষ কোটার দাবি জানান । দাম্মামে বিভিন্ন প্লাটফর্মে বিএনপির রাজনীতির কথা শুনে শাহ আবু জাফর বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে ব্যক্তির চেয়ে দল বড় নীতিতে বিশ্বাসী হয়ে ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপি গড়ার আহবান জানান ।