
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক ইলশেপাড়ের এক যুগে পর্দাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সিআরবি পলিক্লিনিকের সহযোগিতায় রিয়াদে বাথা মারজান কপি হাউজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিআরবি পলিক্লিনিকের এইচ আর ম্যানেজার বিলাল হোসেন । সাংবাদিক সাগর চৌধুরীর সাবলিল উপস্হাপনায় আনন্দঘন অনূষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবক শরিফ হোসেন খাঁন । বিশেষ অতিথি ছিলেন, হানিফ মুন্সি, শরিফ হোসেন, নিজাম উদ্দীন ঝন্টু প্রমূখ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলা ভিশন টিভির প্রতিনিধি আলহাজ্ব আবু সাইদ, গাজী টিভির হাবিবুর রহমান, আরটিভির সোহরাব হোসেন, সময় টিভির আরিফুর রহমান, মোহনা টিভির জাহাঙ্গীর আলম, জেটিভির মফিজুর রহমান, পাঠক সংবাদের হাজী ইকবাল হোসেনসহ আরো অনেকে ।
শুভেচ্ছা বক্তব্য শেষে কেক কেটে দৈনিক ইলশেপাড়ের এক যুগে পর্দাপন উদযাপিত হয় ।