
প্রকৌশলি জালাল উদ্দিন, বর্তমানকন্ঠ ডটকম, দাম্মাম, সৌদি আরব : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রাণ নিয়ে যাওয়ার সময় গাড়ি বহরে হামলার প্রতিবাদে সভা করেছে সৌদি আরব দাম্মাম প্রাদেশিক কেন্দ্রীয় বিএনপি। সংগঠনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপনের পরিচালনায় প্রতিবাদী বক্তব্য রাখেন, দাম্মাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো: জালাল উদ্দিন, আল খোবার জেলা বিএনপির সভাপতি কাশেম মাহমুদ, দাম্মাম কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সাগর, মহানগর সম্পাদক বখতিয়ার উদ্দিন, জসীম উদ্দিন লিটন, শরিফ মাহমুদ দুর্জয়, পিয়ারু হোসেন, এস কে রনি, মনিরুজ্জান বাদল।
বক্তারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদের গাড়ি ও ত্রাণবহরে হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।