
রেদোয়ান খান রাজন, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : এক ঝাক উদিয়মান তরুনদের নিয়ে গঠিত হলো সমাজ সেবা মূলক সংগঠন দাম্মামস্থ কসবা প্রবাসী কল্যাণ সমিতি। স্বল্প সময়ের মধ্যে দেশ বিদেশে সুনাম অর্জন করে বেশ সাড়া সাগিয়েছে সংগঠনটি।
স্বনামধন্য ব্যাবসায়ী থেকে শুরু করে রাজনিতিবিদ সাংবাদিক প্রবাসে কর্মরত শ্রমিকদের দ্বারা গঠিত সংগঠনটি। সংগঠনটি গঠনের পেছনে রয়েছে যাদের ঘাম ঝরানো অবদান তারা হলেন প্রধান উপদেষ্টা জি এম মোস্তফা। উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রাজিব, কবির হোসেন, মোঃ এমদাদুল হক। সংগঠনের প্রধান উদ্যেক্তা সভাপতি জনাব বিএম রাহুল। সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন। সহ-সভাপতি সাংবাদিক মোঃ ফারুক খান। সাধারণ সম্পাদক নূরে আলম রুবেল। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ। দপ্তর সম্পাদক রাইখান। বিশেষ উপদেষ্টা হিসেবে মিডিয়ায় প্রচারনায় যার রয়েছে বিশেষ অবদান বিশিষ্ঠ সাংবাদিক রেদোয়ান খান রাজন।
প্রবাসে গঠন করা এই সংগঠনের মূল লক্ষ দেশে এবং প্রবাসে গরীব অসহায় বিপদগামীদের কল্যানে এগিয়ে আসা। সমাজের সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশ গ্রহন। শিক্ষিত মেধাবী হতদরিদ্রদের সহায়তায় দান। ইতিমধ্যে কসবা থানার গরীব অসহায়দের কল্যানে কিছু কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। অদূর ভবিষ্যতে সরকারী পৃষ্টপোষকতা ও সহযোগিতা পেলে প্রবাসের এই সংগঠনটি দেশের মানুষের কল্যানে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে মনে করেন প্রবাসে কর্মরত শ্রমিকরা।