
রেদোয়ান খান রাজন, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাম্মাম কেন্দ্রীয় কমিটির ঈদ পূর্ণমিলনী ও সাংস্কাৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বদর আল রাবি কনভেনশন হল রুমে ।মোরশেদুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাম্মাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম ।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন কামাল হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সৈয়দ আনিছুর রহমান সাহেব, সামচ্ছুদোহা পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কৌশিক হাওলাদার, আপ্যায়ন সম্পাদক নাসির, আরটিভির দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন।
বিশেষ অতিথির আসনে আরো উপস্থিত ছিলেন, মহানগর কমিটির সভাপতি আবুল হাসেম ভূঁইয়া, আল-আম্মারাহ্ শাখা কমিটির সভাপতি সুমন প্রামাণিক, মদিনাতুল উম্মাল শাখার সভাপতি তোফায়েল আহম্মেদ, ৭১শাখার সভাপতি মোখলেছুর রহমান, আল জহুর শাখার সভাপতি রুহুল আমিন, আল রাহিমা শাখার সভাপতি ও মিডিয়া ব্যাক্তিত্ব রেদয়ান খান রাজন, আল দাল্লাহ শাখার সভাপতি নজরুল ইসলাম, আল গেজাজ শাখার সভাপতি কে এম আলম, আল বাদিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি, ৯১শাখার সভাপতি আব্দুল বাতেন সাহেব, নাবিয়া শাখার সভাপতি আব্দুল কাইয়ুম, আল খোবার মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান, অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ্য ব্যাক্তি বর্গ ও বিভিন্ন শাখা কমিটির সাধারন সম্পাদকসহ বিপুল র্সখ্যক মুজিব আদর্শের।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। মন ভোলানো গান পরিবেশন করেন প্রবাসে এসময়ের সাড়াজাগানো কন্ঠ শিল্পী মায়া খান।মনোমুগ্ধকর সূরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে তোলেন তিনি।