
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম : বয়স ১০৪ বছর। এ বয়সে বিছানাশয্যা হওয়ার কথা। কিন্তু হজ পালনের অদম্য ইচ্ছার কাছে বয়স হার মেনেছে। জেদ্দায় পৌঁছেছেন ইন্দোনেশিয়ার এক নারী।
চলতি বছর দেশটির দুই লাখ ২০ হাজার হজযাত্রীর মধ্যে বাইক মারিয়া সব থেকে বয়স্ক।
জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ হেরি সারিপুদিন বলেন, বাইক মারিয়ার স্বাস্থ্য মোটামুটি ভালো। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সারতে তার কোনো রকম সমস্যা না হওয়ারই কথা।
ইন্দোনেশিয়া থেকে বিমানে আসার সময় তাকে বিশেষভাবে সহায়তা করা হয়। এমনকি তিনি যেন নিরাপদে জেদ্দায় পৌঁছাতে পারেন, সেজন্য কয়েকজন কর্মকর্তা যথাসাধ্য চেষ্টা করেন। জেদ্দায় পৌঁছার পর সেখানকার কর্মকর্তারাও তার সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
ইন্দোনেশিয়ায় ১০ লাখের বেশি লোক হজ পালনের জন্য অপেক্ষার তালিকায় রয়েছে। তাদের মধ্যে থেকে শত বছর পার করা মারিয়া যে হজ পালনের সুযোগ পেয়েছেন, তার জন্য এটাই বা কম কীসে!
সুষ্ঠ হজ ব্যবস্হাপনার জন্য তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানিয়েছেন ।