
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদিআরব : সৌদি আরবে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরীফ হোসেন খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ফরিদগন্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান কমল, প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, উপদেষ্টা কাজী জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মোঃ মোস্তফা মুন্সী, সোহরাব হোসেন লিটন, প্রবাসী ফরিদগন্জ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ হোসেন, তাবুক বিএনপির সাধারণ সম্পাদক হাছান আক্তার।
প্রধান বক্তা ছিলেন, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ মুন্সী ।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে লায়ন হারুনুর রশিদকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেষ্ট প্রদান করে সংর্বধনা দেওয়া হয় ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, ফারুক হোসেন, নজরুল ইসলাম পাটোওয়ারী, জাকির হোসেন, মোস্তফা কামাল, প্রবাসী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল বেপারী সহ প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।