
শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বর্তমানকন্ঠ ডটকম, সংযুক্ত আরব আমিরাত: বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দুবাই কেজি এন রেস্টুরেন্টের হল রুমে সন্ধ্যা ৯ টায় এ দোয়া মাহফিলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসারুল হক আনসারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক আজম খান ও সদস্য সচিব মীর আহমেদ। এ সময় আলোচনায় আরো অংশ নেন কাজী নজরুল ইসলাম, ইয়াসিন তালুকদার, আমির হোসেন, কাজী ফয়জুল ইসলাম করিম, জসিম উদ্দিন, মুহাম্মদ জামশেদুল ইসলাম, এরশাদুল আলম, রাশেদুল আলম দুলাল, বখতেয়ার উদ্দীন মানিক, মঞ্জুরুল আলম, সৈয়দুল আলম নবী, মামুনুর রশিদ, মোহাম্মদ সাইফুল করিম ও সাহেদ হোসেন সাহেদ, ইমদাদুল ইসলাম বাপ্পী সহ প্রমুখ। উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে আলহাজ এ,বি,এম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মৌলানা সেলিম উদ্দীন তৈয়বি।