
সাইফুল ইসলাম অপুর্ব, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়া এলাকায় আজ সোমবার সকাল ৯টায় ছিনতাইকারীর ছুরির আঘাতে এক বাংলাদেশী নিহত হয়েছেন ।
নিহতের নাম আবদুল আজীজ মাতবর(৫০) বাড়ী শরিয়তপুর জেলার সদর থানার ডোমসার ইউনিয়নের সুজন দোয়ার গ্রামে, পিতার নাম মৃত হাজী নুর মোহাম্মাদ মাতবর। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন ।
নিহতের ভাই তোফাজ্জল মাতবর সহ নিহতের ছেলে জানায়, আজ ৪ ডিসেম্বর সকাল ৯টার সময় আবদুল আজীজ একটি সোফা কারখানা থেকে বের হলে ছিনতাইকারীর কবলে পড়েন । ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথার উপর আঘাত করে নির্মম ভাবে খুন করে পালিয়ে যায়।
পরে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্হল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নিয়ে যায়। আইনি সহযোগিতার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দুতাবাসের প্রতিনিধি ঘটনাস্হল পরিদর্শন করেছেন ।
আবদুল আজীজের মৃত্যু সংবাদ শুনে আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য প্রবাসী ঘটনাস্হলে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন।তার মৃত্যু সংবাদে শিফা সানাইয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।