
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : কানাডায় দি ন্যাশনাল নামের কোন টিভি চ্যানেল ও গ্লোবাল ইন্টিলিজেন্স নেটওর্য়াক ( জিআইএন ) নামে কোন গণমাধ্যমের অস্তিত্ব নেই । এটা ছিল আধুনিক তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠিকে খুশি করার ফেব্রিকেটেড নিউজ । ১১ ডিসেম্বর সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে একটি হোটেলের কন্ফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দু এই দাবী করেন ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির পক্ষে গণজোয়ার দেখে আওয়ামীলীগ দেশে বিদেশে জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন ও ভাবমূর্তি নষ্ট করে সাধারন মানুষকে বিভ্রান্ত করতে চায় । যার অংশ হিসাবে এমন ভিত্তিহীন, বানোয়াট এবং অসত্য সংবাদের সূত্র ধরে আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরে গনভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অপ্রত্যাশীতভাবে জিয়া পরিবারকে জড়িয়ে অর্থপাচারের ব্যাপারে মন্তব্য করেন । পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি এমন অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্হাপন করেন, পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যাড. ছিদ্দীকুর রহমান এমরান । সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, মিজানুর রহমান কমল, মোতাহের হোসেন লিটন, শরিফ হোসেন খান, মনির হোসেন ফকির, মহীউদ্দীন জামাল, মোফাজ্জল হোসেন স্বপন, শওকত সিকদার, তালুকদার আব্দুর রহমান বেলাল, আলহাজ্ব কবির হোসেন, দেলোয়ার হোসেন রিপন, আব্দুল হালিম নূর, বিপ্লব হোসেন আজাদ, কবি শাহিনূর, রেজাউল করিম মিরাজ, মনির মোল্লা, বাকের, কামাল বেপারি, টিপু খান, সুজন সহ পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দু।
এসময় রিয়াদে কর্মরত বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্হিত ছিলেন ।