নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : ১৬ ডিসেম্বর শনিবার মধ্য রাতে রিয়াদের শিফা এলাকায় ওয়াদী হানিফা ফুটবল মাঠে ৮ ডিগ্রী সেলসিয়াস হীম শীতল ঠান্ডা আবহাওয়ায় প্রাইড অফ বেঙ্গল ফুটবল ক্লাব ও রিয়াদ বিডি ফুটবল ক্লাবের মধ্যে “বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ” অনুষ্ঠিত হয় । সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর খেলা শুরু হয়ে প্রথমার্ধে গোল শুন্য থাকে দুইদল।
খেলার দ্বীতিয়ার্ধে গোলের সূচনা করে প্রাইড অফ বেঙ্গল, তবে তাদের এই এগিয়ে থাকা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ চার মিনিট পরেই রিয়াদ বিডির গোল খেলায় ১-১ এ সমতা আনে। সমতায় ফেরার কয়েক মিনিট পর আরেকবার দারুণ এক আক্রমণে ২-১ ব্যবধানে এগিয়ে যায় প্রাইড অফ বেঙ্গল। তবে, রিয়াদ বিডির চেয়ে এগিয়ে থেকে নিজেদের স্বস্তির সময়টুকু খুব বেশিক্ষণ উপভোগ করতে পারেননি, প্রাইড অফ বেঙ্গলরা। কী ভাবেই বা পারবেন? সমতায় ফিরতে মরিয়া রিয়াদ বিডি কয়েক মিনিটের মধ্যে ২-২ গোলে ম্যাচে ফেরে।
সমতায় ফেরার পর এগিয়ে যাবার লক্ষ্যে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। সেই ধারালো আক্রমণের প্রতিযোগিতায় দ্বীতিয়ার্ধ শেষের মাত্র কয়েক মিনিট পূর্বে প্রাইড অফ বেঙ্গলের দারুণ একটি জোরালো শট গিয়ে জড়িয়ে পড়ে রিয়াদ বিডির জালে আর প্রাইড অফ বেঙ্গল এগিয়ে যায় ৩-২ গোলে।
এরপর জয়ের লক্ষ্যে দু’দলই নিজেদের সেরা খেলাটি খেলেছে। কিন্তু চরম উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত সেই কাঙ্খিত জয়ের দেখা না পেলে ম্যাচ শেষে ৩-২ গোলের অসমতা রেখেই মাঠ ছাড়ে দুই দল।