নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : শীতে যেনো অভাবী মানুষ কষ্টে না পড়েন সেজন্য কোন এক ব্যক্তি রাজধানী রিয়াদের একটি গাছে গাছে ঝুলিয়ে রেখেছেন কম্বল।
টুইটারে ভাইরাল হওয়া কয়েকটি ছবি। সেখানে দেখা যায় রাইয়ান জেলার রাস্তায় ঝুলছে সারি সারি কম্বল। যা অভাবী মানুষের জন্য রাখা হয়েছে।
টুইটটি করেছেন সুলতান আল-মুসা। তিনি আশা করেছেন তার টুইটের কারণে মানুষ কম্বল বিতরণে আরও উদ্বুদ্ধ হবে। শীতার্থ মানুষের পাশে দাঁড়াবে ।
দেখে অনেকে অবাক হতে পারেন। একটি রাস্তার প্রতিটি গাছের সঙ্গে ঝুলছে কম্বল। হ্যা, সৌদি আরবের রিয়াদে দেখা যাচ্ছে এমন দৃশ্য।
আবহাওয়া বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, রিয়াদে এ বছর তুলনামূলক বেশি শীত পড়বে। বিগত কয়েক বছরের চেয়ে রেকর্ড পরিমাণ শীত পরবে এখানে।
আর শীতে যেনো অভাবী মানুষ কষ্টে না পড়েন এজন্য রাজধানীর ধনীরা রিয়াদের গাছে গাছে ঝুলিয়ে রেখেছেন কম্বল।
তবে এ কাজের সমালোচনাও করছেন কেউ কেউ। তারা বলছেন, রাইয়ান জেলায় দরিদ্র মানুষ বসবাস করে না। তারা বাস করে আল-উদ, আল-বাথা ও মানফুহাতে। কম্বলগুলো সেখানেই ঝুলানো দরকার ছিলো। যাতে তা সঠিক মানুষের হাতে পৌঁছায়।