
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : সৌদি প্রবাসী মানবধিকার কর্মী মোছলেহ উদ্দিন মুন্না’র প্রতিষ্ঠিত সংগঠন “হাসি” প্রতিবারের ন্যায় এবারও চট্রগ্রামের বাকলিয়া থানাস্থ রাজাখালি বিশ্ব রোড প্রাঙ্গণে অসহায় গরীব দুস্থ্য মানুষের হাতে শীত বস্ত্র বিতরন করেন। সংগঠনের প্রতিষ্ঠতা সম্পাদক সাহনেওয়াজের সভাপতিত্বে মিনহাজ উদ্দিন রনির সঞ্চালনায় বস্ত্র বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, চাকতাই মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মিন্টু, সাবেক ছাত্রনেতা পুলক খাস্তগির, সংগঠক ইসমাইল আজাদ, মোহাম্মদ মহিউদ্দিন, মহিউদ্দিন জনি, এন মোহাম্মাদ রিমন, সাঈদুর রহমান সাইমন, সাইফুদ্দিন সাইফ, ইরফানুল আলম হিমেল, এ,এইচ মনসুর, মামুন, ইমন, তৌহিদ, সুমন প্রমুখ।