
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদিআরব : সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন পূর্বে রাষ্ট্রদূত গোলাম মসীহ দূতাবাসে প্রবেশের সময় এক অতি সাধারণ প্রবাসীকে দূতাবাসের মূল ফটকে উঁকি মারতে দেখে, তাকে ভিতরে প্রবেশের জন্য বললে তিনি বলেন, আমার সুপারভাইজার বকা দিবে । তৎক্ষনাত তার সুপারভাইজারকে ডেকে এনে দুজনকেই একুশের অনূষ্ঠানে অংশগ্রহনের আমন্ত্রণ জানালে তারা সাদরে গ্রহন করে অনুষ্ঠানে প্রবেশ করেন ।
দিনের অনুষ্ঠান মালার শুরুতে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতের পর অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এরপর কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কার্যলয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠের পর কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীগণ বক্তব্য রাখেন । বক্তব্যের সুযোগ দিয়ে সেই পরিচ্ছন্নতা কর্মীকে মঞ্চে বসানো হয় ।
আলোচনা সভা শেষে ভাষা শহিদের আত্মার শান্তি ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় ।