
নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : রিয়াদ বাংলাদেশ আর্ন্তজাতিক বিদ্যালয় বাংলা শাখায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা আব্দুস সালাম বলেন, বাংলাদেশ আর্ন্তজাতিক বিদ্যালয় বাংলা শাখা নিয়ে শংকার কারন নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্হা নেওয়া হবে ।

বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলাম এবং আব্দুস সাত্তারের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ বদরুল আলম, ভাইস চেয়ারম্যান নুরুল আমীন, সদস্য রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, শফিকুল ইসলাম সবুজ ৷
অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন হাবীবা আক্তার শিকন ও মাহা মণী ৷
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।