ডক্টর এনামুল হক, বর্তমানকন্ঠ ডটকম, অস্ট্রেলিয়া : বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ২০ পুলিশ কর্মকর্তা অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে “ক্রিমিনাল ইনভেস্টিগেশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন ” কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করছেন । International centre for ocean governance এর পরিচালক ড. দাউদ হাসান এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ভিসিটিং ফেলো ড. নাহিদ হোসেন এর তত্ত্বাবধানে কোর্সটি পরিচালিত হচ্ছে ।
পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের নেতৃত্বে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা হলেন- ডিআইজি একেএম শাহিদুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. মঈনুল হাসান ও গাজী মোহাম্মদ মোজাম্মেল হক, বিশেষ পুলিশ সুপার মো. আহসান হাবীব পলাশ ও মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার জাহান, মোহাম্মদ আনিসুর রহমান, মো. বেলাল হোসেন, মো. ফারুক হোসেন, চৌধুরী মো. জাবের সিদ্দিক, শহিদুল্লাহ কাওছার, মিনা মাহমুদা, আকতার হোসেন, কাজী আকতার উল আলম, মো. মঈন উদ্দিন ও মো. শাহাদাত হোসেন, পুলিশ পরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ও সন্তোশ কুমার চাকমা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দেবাশীষ কুমার দাস। ৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ২৩ এপ্রিল তারা দেশে ফিরবেন ।
[লেখক – প্রেসিডেন্ট, সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল ]