খন্দকার শাহিন,শুক্রবার,১৩ এপ্রিল ২০১৮: সৌদি আরবের রিয়াদে ইলেকট্রিক শর্ট সার্কিটের অগ্নিকান্ড থেকে কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত অবস্হায় থাকা বাংলাদেশি মারা গেছেন এবং আরো কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে একটি সূত্র জানিয়েছে।
সূত্রে জানা যায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টা এবং সৌদি আরব সময় সকাল ৭.৩০ টায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। তারা সকলে রিয়াদ বিমান বন্দর সংলগ্ন নূরা ইউসিভার্সিটিতে কর্মরত ছিলেন। রিয়াদ থেকে টেলিফোনে প্রত্যক্ষদর্শীরা এ ঘটনা জানান।
নিহতদের মধ্যে একজন নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনে ছেলে রবিন (২২)। এ মর্মান্তিক খবর শুনে তাদের বাড়িতে শোকের মাতম চলছে।
নিহত রবিনের চাচা নবী হোসেন ও চাচাতো ভাই রায়হান জানান, গত তিন মাস হয় রবিন প্রবাসে পাড়ি জমায়। এদিকে তার মৃত্যুর খরব পেয়ে রবিনের বাবা আবুল হোসেন বাকরুদ্ধ প্রায়। আহতেদের মাঝে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) এবং ঢাকার খোরশেদ (৫০) গুরুতর আহত রয়েছে বলে জানা গেছে।
বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। হতাহতদের বিস্তারিত পরিচয় জানতে এবং প্রয়োজনীয় সহযোগীতার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং সচিব সফিকুল ইসলাম হাসপাতালে পরির্দশন করে জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনায় ৮ বাংলাদেশি নিহত এবং আরো ৭ জন আহত হয়েছেন।