
বাহার উদ্দীন বকুল, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : প্রবাসের মাটিতে অবহেলিত সাধারণ শ্রমিকের পাশে থাকবে জাতীয় শ্রমিকলীগ । ৪ মে শুক্রবার দুপুরে জেদ্দার শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যালয়ে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেদ্দা মহানগর জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দু এ কথা বলেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি হুমায়ূন কবির। সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি রুহুল আমিন টিপু, বিশেষ অতিথি ছিলেন, আমিন উল্লাহ্ মাস্টার, মোজাম্মেল হক মোল্লা, আব্দুর রশিদ, বাপ্পি লস্কর, মামুনুর রসিদ, শাহজাহান বেপারী সহ অনেকে।
দুতাবাস এবং কনস্যুলেটে শ্রমিকরা যেন, কোন ধরনের হয়রানীর স্বিকার না হয় এবং প্রবাসে নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত দেশে প্রেরণের দাবি জানান। আগামিতে দুতাবাস এবং কনস্যুলেটে যথাযত মর্যাদার সাথে মহান মে দিবস পালনের দাবি করেন।
শেষে, শ্রমিক এর ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে যারা নিহিত হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।