নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করে রিয়াদ প্রবাসী গোপালগঞ্জ জেলা ঐক্য ফোরাম ।
রিয়াদের স্হানীয় একটি হোটেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আরকান শরীফ । সাধারণ সম্পাদক আল আমিন সজলের উপস্হাপনায় প্রধান অতিথি ছিলেন, ফ্রেন্ডস অফ বাংলাদেশ রিয়াদ আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাচিফ) নেতা ডাঃ কামরুল ইসলাম, ফ্রেন্ডস অফ বাংলাদেশ রিয়াদ আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা হেলাল উদ্দীন ফিরোজ, আব্দুর রহমান চৌধুরী, সাহিদুল হক সাইদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, আওয়ামী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এসকান্দার আলী খান ।
বক্তব্য রাখেন, রিয়াদ প্রবাসী গোপালগঞ্জ জেলা ঐক্য ফোরাম এর উপদেষ্টা শেখ মোহাঃ হাফিজুর রহমান, জাতীয় শ্রমিক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ জামাল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাতবর, মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত, রিয়াদ প্রবাসী গোপালগঞ্জ জেলা ঐক্য ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জসিম ফকির, দপ্তর সম্পাদক সুমন, উপদেষ্টা মোহাঃ শফিক
সহ আরো অনেকে ।