1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



জেদ্দা সড়ক দূর্ঘটনায় নিহত পাঁচ জন, চার জনের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ২২২ Time View

বাহার উদ্দীন বকুল, বর্তমানকন্ঠ ডটকম, জেদ্দা, সৌদি আরব : সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন বাংলাদেশি নিহত, আহত হয়েছেন আরও এগার জন। ভোর বেলা কাজে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে ।

বাদশাহ ফাহাদ হাসপাতালের হিমাগারে থাকা নিহত পাঁচ জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দাস্হ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ।

নিহত চার জনের পরিচয় –
১. মোঃ মনিরুল ইসলাম, পিতা-মহসিন হোসাইন, গ্রাম-মহিসওলা, পোস্ট-নড়াইল সদর, থানা+জেলা-নড়াইল।

২. সৈয়দ হোসেন আলী, পিতা-সৈয়দ আশরাফ আলী, গ্রাম-লাহড়ীয়া, পোস্ট-লাহড়ীয়া বাজার, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল ।

৩. মৃত মোহাম্মদ শাহ আলম, পিতা-মোহাম্মদ সাইনুদ্দীন, গ্রাম-দেওলী, পোস্ট-পলাশবাড়ীয়া, থানা-মোহাম্মদপুর, জেলা-মাগুরা ।

৪. মোঃ মনির, পিতা-কলম আলী, ০৫/বেগমগঞ্জ লেন, সূত্রাপুর, ঢাকা ।

নিহত অপর এক জনের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল ০৪ জুলাই ২০১৮ বুধবার আনুমানিক ভোর ০৫:৩০ ঘটিকায় সৌদি আরবের জেদ্দাস্থ গুলাইল এলাকা থেকে ১৬ জন বাংলাদেশি শ্রমিক মাইক্রোবাস যোগে কর্মস্থল আভর নামক এলাকায় যাওয়ার পথে কিং আব্দুল আজিজ সড়কে সামারী কোর্ট ও রেড সী মল মার্কেটের মাঝামাঝি এলাকায় পুলিশের গাড়ির সাথে সংঘর্ষে রাস্তার গতিরোধকে স্থাপিত বৈদ্যুতিক পুলের সাথে সজোরে ধাক্কা লেগে মাইক্রোবাসটি উল্টে যায়।

কনস্যুলেটের একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনসহ সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগ, পুলিশ অফিস, আহত ব্যক্তি এবং উক্ত
কোম্পানীতে কর্মরত অন্যান্য কর্মীদের সাথে আলাপ করে এই তথ্য নিশ্চিত করে জেদ্দাস্হ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ।

আহত ১১ জনের মধ্যে বাদশাহ ফাহাদ হাসপাতালে চার জন চিকিৎসাধীন রয়েছেন, তারা হলেন –
১. মোঃ ইসরাফিল শেখ, পিতা-ইসারত শেখ, গ্রাম-রামচন্দ্রপুর, পোস্ট-গ্রহতলা, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল ।

২. সুজন আহমেদ, পিতা-শামসুদ্দীন, গ্রাম-বাগলা, পোস্ট-ডিপুটি বাজার, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট।

অপর ০২ জনের তথ্য সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত।

বাদশাহ আব্দুল আজিজ হাসপাতালে দুই জন-
১. মোঃ ইলাহী, পিতা-শেখ দুদু মিয়া, গ্রাম+পোস্ট+থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা ।

২. মোহাম্মদ শাহজাহান মিয়া, পিতা-আব্দুল হাই, গ্রাম-ফোনারফদা, পোস্ট+থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।

সৌদি জার্মান হাসপাতালে তিন জন –
১. মোঃ কবির শেখ, পিতা-মোঃ হিরো শেখ, গ্রাম-পরমল্লিক, গাজিপাড়া, গাজিপাড়া সদর, নড়াইল ।

২. মোঃ রুবেল ইসলাম, পিতা-আবুল কালাম, গ্রাম-সোরগাজি, পোস্ট+থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ।

৩. ইমাম হোসেন, পিতা-আব্দুল জব্বার (আইসিইউ তে ভর্তি)

বাদশাহ আব্দুল্লাহ হাসপাতালে দুই জন –
১. মোঃ বাবুল, পিতা-ইউনুস জোমাদ্দার, গ্রাম-লাহড়ীয়া, পোস্ট-কালীগঞ্জ, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল ।

২. মাসুম আহমেদ (প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ত্যাগ করেন)।

কনস্যুলেট টীম হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD