1. khandakarshahin@gmail.com : bangla :
  2. cmi.sagor@gmail.aom : cmi Sagor : cmi Sagor
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
বর্তমানকণ্ঠ :-
Welcome To Our Website...



বাংলাদেশী হজ্জ যাত্রীদের কাফেলা মদিনা মুনাওরায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ২১৯ Time View

দেলোয়ার হোসেন সুমন, বর্তমানকন্ঠ ডটকম, মদিনা, সৌদি আরব : এ বছরের বাংলাদেশী হজ্জ যাত্রীদের কাফেলা পবিত্র মদিনা মুনাওরায়। মসজিদে নববীর উত্তর পার্শ্বস্থ অভিজাত হোটেল শুরফায় সরকারি ব্যবস্থাপনার হজ্জ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান মদিনার হজ্জ অফিসার এ বি এম আমীন উল্লাহ নূরী। এ সময় সরকারের হজ্জ প্রশাসন টিমের কর্মকর্তা, মেডিকেল টিমের কর্মকর্তা, আইটি বিভাগের ইন্চার্জ জাহিদুল ইসলাম রানা, মদিনাস্থ বাংলাদেশ হজ্জ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও হজ্জকর্মীবৃন্দ, মদিনা সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ ও মদিনা প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। হোটেল কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন আল আনসার হোটেল গ্রুপের অপারেশন ম্যানেজার শাহাদাত কামাল ও শুরফা হোটেলের ফুডস এন্ড ক্যাটারিং সেকশনের চিফ মুহাম্মাদ লিটনসহ অন্যান্যরা।

হজ্জযাত্রীরা মদিনায় আট দিন অবস্থান করে মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় প্রত্যাবর্তন করবেন।

মদিনা হজ্জ অফিসারের সর্বশেষ তথ্য অনুযায়ী , ১৯ জূলাই পর্যন্ত মোট ২৯,৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছেছেন। তন্মধ‌্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,২২৬ জন (৪৭.৪৬%); বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৬,১৪৩ জন (২১.৭৯%)। এ পর্যন্ত আগত ফ্লাইট সংখ্যা ৮১ টি । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২ টি।

এ বছর বাংলাদেশী হজ্জ যাত্রীর সংখ‌্যা মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন।

সবশেষ তথ্য অনুযায়ী পবিত্র মক্কায় মক্কায় হৃদরোগ ও এ্যাজমায় দুই জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন ১৮ জুলাই মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার মোঃ আব্দুল সাত্তার (৬৮) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এন ০৫৪০০০৮।

১৬ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মোহাম্মদ আমীর হোসেন (৫৩) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি আর ০৯৪৭১৩১।

চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নাম্বার চালু করেছে।
মক্কা ০৫৫৪৩৪২১৪৪
মদিনা ০১৪৮৬৬৭২২০
জেদ্দা ০৫০৩৫৭০৫৮০
টোল ফ্রি হটলাইন ৮০০১১৬০০২৯
Email : missionhajj@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রধান সম্পাদক
মফিজুল ইসলাম চৌধুরী সাগর

© All rights reserved © 2021 Jee Bazaar |
Theme Customized BY WooHostBD