নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রযোজনায় প্রখ্যাত নাট্যকার এস, এম সোলায়মান এর “ক্ষ্যাপা পাগলার প্যাচাল” মঞ্চায়ন নিয়ে আলোচনা সভা বাথাস্হ ঢাকা মেডিকেল সেন্টার এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থিয়েটার আর্ট ইউনিট এর অন্যতম সদস্য সারোয়ার জাহান সিদ্দিকী, নাট্যকর্মী গাজী মহসিন ফেরদৌস।
থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপদেষ্ঠা শিল্পী জামসেদ রানা, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি মির্জা কামাল, সদস্য রাসেদুল করিম সজিব, মাসুদ আলম, প্রেমজিৎ রায়।
প্রয়াত নাট্যগুরু এস, এম সোলায়মানের রচনায় বহুল আলোচিত পথনাটক “ক্ষ্যাপা পাগলার প্যাচাল” আগামীর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মঞ্চায়ন করার সিদ্ধান্ত হয়। নাটকটির পরিবেশনা করবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার – সৌদি আরব।