রনি মোহাম্মদ, বর্তমানকন্ঠ ডটকম, লিসবন, পর্তুগাল : পর্তুগাল সফররত সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক ইকবাল মাহমুদ এর সাথে পর্তুগালের সংবাদ কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা প্রেস ক্লাব পর্তুগাল এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকা বেঙ্গল রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুব সুয়েদ এর সভাপতিত্বে এবং সাংবাদিক জহুর উল হক এর পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথিকে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল এবং সম্মানসূচক পর্তুগিজ ঐতিহ্যবাহী সূবিনিয়র এর ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিল রানা তসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বাশার বাদশাহ, তাহের আহম্মেদ, আবুল কালাম আজাদ, আব্দুল রাজ্জাক, শাহাদাৎ হোসেন, শাহীন সায়ীদ, মিজানুর রহমান, সরদার আহমেদ রায়হান, শাহজাহান নাছির, মোঃ রাসেল, রনি হোসাইন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহবায়ক রনি মোহাম্মদ, সদস্য সচিব নাঈম হাসান পাভেল, যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ, তৌহিদ ইসলাম এনি সহ সকল সাংবাদিক, লেখক, ব্লগার সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ইকবাল মাহমুদ তার বক্তৃতায় বলেন, প্রবাসী সাংবাদিকেরা তাদের লেখনীর মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সুবিধা অসুবিধা আরো বেশি বেশি তুলে ধরতে প্রবাসে নিজেদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। অভিবাসী হিসেবে আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে ফ্রান্স থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করেন, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ। মতবিনিময় সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।