বিনোদন প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: দু’দিন আগেই বিয়ে করেছেন চলতি সময়ের আলোচিত সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল। এবার সে তালিকায় নাম লেখালেন মডেল-অভিনেত্রী শায়লা সাবি। হ্যাঁ, বিয়ে করেছেন তিনিও। শুক্রবার রাতে ব্যবসায়ী সাব্বির আহমেদের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শায়লা।
ওইদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি বিয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অবশেষে আমি মিসেস আহমেদ।’ সেইসাথে নিজের ফেসবুক আইডির নামও বদলেছেন। এখন তিনি শায়লা আহমেদ।
‘অবশেষে আমি মিসেস আহমেদ’
এ প্রসঙ্গে শায়লা বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম। পরিবারকে জানানোর পর তাদের মতামত নিয়ে বিয়ে করেছি। ঢাকার মিরপুরে একটি রেস্তোরাঁয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়-স্বজন আর ঘনিষ্ঠরা ছিলেন।’
হুট করে বিয়ের কারণ প্রসঙ্গে তিনি বলেন, আসলে তেমন কোনো কারণ নেই। পরিবার চাইলো তাই বিয়ে করে ফেললাম। এছাড়া সাব্বিরও চাইছিলো এখনই বিয়েটা হোক। তবে পরে সময় সুযোগ করে বিয়ের আয়োজন করা হবে। আপাতত আমাদের জন্য সবাই দোয়া করবেন।’