বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: তারকা জীবন দেখতে অনেক রঙিন হলেও তাতে রয়েছে খ্যাতির বিড়ম্বনা। এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা মৌসুমি বলেছিলেন তিনি নিউ মার্কেটে শপিং করাটা খুব মিস করেন। কারণ এই তারকা খ্যাতি নিয়ে সাধারণের সাথে কেনাকাটা করতে গেলে নানা রকম বিব্রতকর পরিস্থিতে পরতে হতে পারে। তাই একদিন নাকি বোরকা পড়েই চলে গিয়েছিলেন মার্কেটে।
একই ভাবে রণভীর সিং জানিয়েছিলেন তিনি আর আগের মত রাস্তায় মোটর বাইক চালাতে পারেননা। যা ছিল তার প্যাশন। তাই এখন গভীর রাতে তিনি বাইক চালিয়ে মনের খোঁড়াক মেটান।
এবার একই বিড়ম্বনা এড়াতে বোরকার আশ্রয় নিলেন এই নায়িকা। এক পলকে চেনার উপায় নেই তিনি কে। বোরকার ঘোমটার আড়ালে মুচকি হাঁসতে থাকা ঢাকাই এই নায়িকার নাম বুবলী।
গতকাল ‘অহংকার’ ছবির শুটিং সেটে এভাবেই আসতে হয় তাকে। শাকিব অভিনীত ছবিটির শুটিং চলছিল ঢাকার ৩০০ ফিট এলাকাতে।
এই ছবিটি পোস্ট করেছেন বুবলী নিজের ফেসবুকে। তারপর ক্যাপশনে লিখেছেন ‘অহংকার’ ছবির শুটিংয়ের জন্য; এই মেয়েটি কে?’
বুবলী জানালেন, ‘স্কুল-কলেজে পড়ার সময় বোরকা পড়েছি। আবার অনেকদিন পর শুধুমাত্র ছবির চরিত্র ফুটিয়ে তুলতে পড়লাম।
এদিকে ‘অহংকার’ সিনেমার জন্য বেশ পরিশ্রম করছেন এই নায়িকা। এই ছবি করতে গিয়ে অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে তাকে। যেমন- মারামারি, নাচ।
চলতি মাসের ১২ তারিখ থেকে শাকিব-বুবলীর ‘অহংকার’ ছবির শুটিং শুরু হয়। ছবিটি পরিচালনা করছেন শাহাদত হোসেন লিটন। ছবিতে আরো অভিনয় করছেন নূতন, তমা মির্জা, আফজাল শরীফ, চিকন আলী প্রমুখ।