নারায়ণঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোতে গাজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টায়ার ফ্যাক্টরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসহাক মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
তবে ঘটনা ধামাচাপা দিতে মরদেহটি লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোম্পানির লোকজন।
নিহত ইসহাক মিয়া জামালপুর জেলার বংশীগঞ্জ কান্দারবন এলাকার ইয়াজুল হকের ছেলে। তিনি রূপগঞ্জের গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
বুধবার রাতে ফ্যাক্টরির ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হলে ইসহাককে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।