বিনোদন প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নতুন বিজ্ঞাপনে দেখা যাবে জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা আমব্রিনকে। বিজ্ঞাপনের পণ্যটি ফিনিস কোম্পানির ফিনপিক টয়লেট ক্লিনার। এটি নির্মাণ করবেন আলম আসাদ মিন্টু। ১৫ ও ১৬ অক্টোবর বিজ্ঞাপনটির শুটিং হবে রাজধানীর উত্তরা ও পিংকসিটিতে। এ কারণে দারুণ উচ্ছ্বাসিত তিনি।
আমব্রিন বলেন, বিজ্ঞাপনের কনসেপ্টটি জানার পর খুব ভালো লেগেছে। তাছাড়া নির্মাতা মিন্টু ভাইয়ের নির্দেশনায় এর আগে একটি একই কোম্পানির ফিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। সেটি বেশ আলোচনায় এসেছিলো। আশা করছি এবারে ফিনপিকের বিজ্ঞাপনটিতেও ভালো কিছু হবে। একইসাথে পণ্যটির প্রচারও বাড়বে।
এ দিকে আমব্রিন বর্তমানে ব্যস্ত উপস্থাপনা নিয়ে। খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলের রান্না বিষয়ক একটি অনুষ্ঠান নিয়ে হাজির হবেন তিনি। এছাড়া তার উপস্থাপনায় দেশ টিভির ‘সিনেমা এক্সপ্রেস’ নামের একটি অনুষ্ঠান এরইমধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।