নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে সিদ্দিকুর রহমান (৩০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কল্যান্দী মোড় আড়াইহাজার-গোপালদী সড়কের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়। সিদ্দিকুর রহমান বাঘাপাড়া এলাকার জহুর আলীর ছেলে। এ প্রসঙ্গে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন সাখাওয়াত।